Rajganj: জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, আহত ৪

রাজগঞ্জে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। একটি সুইফট ডিজার গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ। ঘটনায় ১ মহিলা সহ মোট ৪ জন আহত হয়েছেন। শিলিগুড়ির দিকে যাচ্ছিল যাত্রীবাহী গাড়িটি। সেসময় বাইকটি জাতীয় সড়ক পার হবার চেষ্টা করছিল।

শনিবার দুপুর ২.৩০টা নাগাদ ঘটনাটি ঘটে বলাইগছ কলেজ মোড়ে। এখান দিয়েই জাতীয় সড়ক পারাপার করেন স্কুল, কলেজের পড়ুয়া সহ এলাকার বহু মানুষ। তবে ট্র্যাফিক ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বাইক চালকের নাম উত্তম রায় (৩৫)। বলাইগছেই বাড়ি। দুর্ঘটনায় এক মহিলা সহ মোট ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরই পালিয়েছে সুইফট ডিজার গাড়ির চালক। আহত ৪ জনকেই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাইরোডের একপাশে কলেজ অন্যপাশে স্কুল; সামনে জাতীয় সড়ক পারাপারের জন্য ক্রসিং রয়েছে। সেখানেই এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, রোজই অনেক পড়ুয়া সহ রাস্তা দিয়ে যাতায়াত করেন বহু মানুষ। তবে সেখানে ট্র্যাফিক নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। স্থানীয়দের দাবি, সেখানে ট্র্যাফিক থাকলে দু’দিন পর পর এমন ঘটনার সম্মুখিন হতে হয়না। ঘটনার পর গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়েছে রাজগঞ্জ পুলিশ।

About The Author