রাজগঞ্জে বদলি নাটক! বাতিল হল প্রশান্ত বর্মনের ট্রান্সফার, সংশোধিত তালিকায় নতুন মোড়

কলকাতা: বদলে গেল রাজগঞ্জের প্রশাসনিক রদবদলের চিত্র। নবান্নের সংশোধিত নির্দেশে বাতিল করা হয়েছে বিডিও প্রশান্ত বর্মনের বদলি।

গতকাল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে উত্তর দিনাজপুরে ডিএমডিসি পদে বদলি করার নির্দেশ জারি হয়েছিল। সেই সঙ্গে রাজগঞ্জে বিডিও হিসেবে আসার কথা ছিল কমল উদ্দিন আহমেদ (পুরশুড়া বিডিও) এবং অভিক কুমার ব্যানার্জি (খণ্ডঘোষ বিডিও)। কিন্তু নবান্ন জানিয়ে দিয়েছে, তাঁরা কেউই রাজগঞ্জে আসছেন না। প্রশান্ত বর্মণও থাকছেন নিজের জায়গাতেই।

সংশোধিত ট্রান্সফার অর্ডারে বলা হয়েছে,

  • কমল উদ্দিন আহমেদ যাবেন রায়গঞ্জে,
  • অভিক কুমার ব্যানার্জি যাবেন ঝালদা ১ নম্বর ব্লকে।
  • প্রশান্ত বর্মণ থাকবেন নিজের জায়গাতেই।
  • প্রশান্ত বর্মন সহ মোট ১০ জন আমলার বদলির নির্দেশ বাতিল করা হয়েছে।

এর আগেও কালিম্পংয়ে বদলির নির্দেশ দেওয়া হলেও পরে তা বাতিল করেছিল নবান্ন।

About The Author