‘কে কি বলল তাতে কিছুই যায় আসে না’, বিতর্ক এড়িয়ে নবউদ্যমে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ! অফিসের কর্মীদের নির্দেশ, কেউ যেন বঞ্চিত হয়ে ফিরে না যান। প্রত্যেককে পরিষেবা দিতেই হবে।
রাজগঞ্জ: আদালতের পক্ষ থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পরদিনই নব উদ্যমে কাজে ফিরতে দেখা গেল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে তাকে নানা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। বিতর্ককে পাশে রেখে তিনি অফিস কর্মীদের নতুন করে নির্দেশ দেন, যাতে জনগণের কেউ পরিষেবা নিতে এসে খালি হাতে না ফেরেন।
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ডে তার নাম জড়ানোর পর একাধিক গ্রেপ্তারের প্রেক্ষিতে তারও গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি মাথায় রেখে তিনি বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। আদালত ২৬ নভেম্বর অর্থাৎ বুধবার শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। আগাম জামিন পাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি কোনও মন্তব্য করতে নারাজ।
এরপরদিনই রাজগঞ্জ বিডিও অফিসে কর্মব্যস্ত দেখা গেল তাকে। কখনও নিজের অফিসে আবার কখন এই ঘর ওই ঘর। অফিস কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, ‘কেউ যেন পরিষেবা নিতে এসে ফিরে না যান।’ পাশাপাশি রাজগঞ্জে দমকল কেন্দ্র তৈরির অনুমোদন পাওয়ার খবরে তিনি আনন্দ প্রকাশ করেন। তবে স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ড নিয়ে তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তাছাড়া বিষয়টি বিচারাধীন, তাই এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”
প্রশান্ত বর্মন জানান, জনগণের জন্য তিনি দায়িত্ব পালনে বদ্ধপরিকর, বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন; ‘কপালে যা আছে তাই হবে’।

