জলপাইগুড়ি: ‘রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই’, এমনই ছবি ধরা পড়ল রাজগঞ্জ বিডিও অফিসের সামনে। বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অথচ এখন তাঁর কোন খোঁজ নেই। শনিবার, অফিসের সামনে লিফলেট বিলি করে পুলিশের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করল এসএফআই।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে বিডিওর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুনের অভিযোগ থাকলেও তাঁকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। সম্প্রতি আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অথচ বিডিওর কোনো খোঁজ মিলছে না। টানা চার-পাঁচ দিন ধরে তিনি অফিসে আসেননি বলেই জানা গেছে।
শনিবার রাজগঞ্জ বিডিও অফিসের সামনে নাটকীয়ভাবে লিফলেট বিলি করল স্থানীয় এসএফআই সদস্যরা। লিফলেটে লেখা ছিল—“রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই।” পথ চলতি সাধারণ মানুষকেও টোটো ও বাইক থামিয়ে একই দাবি জানাতে দেখা যায়। এরপর অফিসের গেটের দু’পাশে সেই লিফলেট সাঁটানো হয়।
এসএফআইয়ের পক্ষ থেকে দিলদার মোহাম্মদ জানান, গরিব মানুষ, ছাত্র বা চাকরিপ্রার্থীরা আন্দোলন করলে পুলিশ দ্রুত সক্রিয় হয়। অথচ একজন খুনে অভিযুক্ত প্রশাসনিক কর্তাকে ধরতে এত সময় লাগছে। আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তাঁকে গ্রেপ্তার করতে না পারা পুলিশের ব্যর্থতা বলে অভিযোগ তুলেছে এসএফআই।

