Rajganj: বাজারে ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

রাজগঞ্জ বাজারে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম ড্যানিয়াল আলি খান। ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সূত্র ধরে অভিযুক্তের নাগাল পেয়েছিল রাজগঞ্জ পুলিশ। রবিবার আদালত থেকে রিমান্ডে চেয়ে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৭ মে, ঘটনার পরই বিষয়টি রাজগঞ্জ থানার সূত্র ধরেই এনজেপি থানার হস্তগত হয়েছিল, তবে তদন্তের স্বার্থে রাজগঞ্জ থানার অধিনেই মামলাটি ফেরত পাঠানো হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত প্রথমে তালমার একটি সোনার দোকানে ছিনতাইয়ের উদ্দেশে গিয়ে সেখানে সফল হয়নি, পরে সেখান থেকে প্রথমে রাজগঞ্জ পোস্ট অফিস মোড়ে একটি দোকানে ঢু মারে, কিন্তু সেখানেও সফল হতে পারেনি। শেষে রাজগঞ্জ বাজারে একটি সোনার দোকানে ভুয়ো কাস্টমার সেজে বহুমুল্য জিনিস নিয়ে চম্পট দিয়েছিল। সেই ঘটনার পর বিভিন্ন সূত্র এবং সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও একাধিক মামলায় জড়িত রয়েছে। রাজগঞ্জ থানার SI মনসুরউদ্দিনের নেতৃত্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author