রোগী সেজে দুষ্কৃতি হামলা! বুদ্ধির জেরে নিজের প্রাণ বাঁচাল অ্যাম্বুল্যান্স চালক

রাজগঞ্জ: রোগী সেজে অ্যাম্বুলেন্সে উঠে ফাঁকা রাস্তায় রক্তারক্তি কান্ড। ঘটনার পরই সিসিটিভি ক্যামেরায় বন্দি হল দুষ্কৃতীদের পালানোর দৃশ্য। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে চাঞ্চল্যকর ঘটনা।

অভিযোগ, অ্যাম্বুলেন্সের চালককে মারধর করে লুঠের চেষ্টা চালিয়েছে দুষ্কৃতিরা। রাস্তায় টোল গেটের সামনে পুলিশ দেখেই গাড়ি থামায় আহত চালক। বিপদ বুঝে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় তিন দুষ্কৃতি। গাড়ি থামাতে চালককে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করার ফলে রক্তারক্তি কাণ্ড। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন টোল গেটের কর্মীরা। আহত চালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

আহত যুবক হাফেজ আলী জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ীর একটি বেসরকারি নার্সিংহোম থেকে ধুপগুড়িতে রোগী নিয়ে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে জলপাইগুড়ি থেকে এক রোগী এবং তার দুই সঙ্গী এমারজেন্সি বলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যেতে বলে। অ্যাম্বুল্যান্স তালমার কাছাকাছি এলে রোগী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার নাম করে গাড়ি থেকে নেমে পড়ে। এর কিছুক্ষণ পর সেখান থেকে গাড়ি ছাড়লে পেছন থেকে চালকের ওপর হামলা চালায় ৩ দুষ্কৃতি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। তবে চালক ফাকা রাস্তায় গাড়ি না থামিয়ে ফাটাপুকুর-পানিকাউরি টোল গেট পর্যন্ত চলে আসে। সেখানে পুলিশ দেখে গাড়ি থামিয়ে দেয়। অবস্থা বেগতিক বুঝে ওই তিন দুষ্কৃতী নেমে পালিয়ে যায়। এদিকে রক্তাক্ত চালককে গাড়ি থেকে নামতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন টোল গেটের কর্মীরা। ঘটনার তদন্ত করেছে রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে ওই চালকের নাম হাফেজ আলী। যুবক জটিয়াকালি এলাকার বাসিন্দা।

About The Author