রাজগঞ্জে তৃণমূল নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর, আহত চালক

রাজগঞ্জে এক তৃণমূল নেতার ওপর দুষ্কৃতি হামলার অভিযোগ। জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার পথে ৫ দুষ্কৃতি তৃণমূল নেতার গাড়ি থামিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত হয়েছেন গাড়ির চালক। নেতার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। আক্রান্ত সুনিল সরকার তৃণমূলের রাজ্য কোর কমিটির সদস্য।

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে সারিয়ামে তাঁর গাড়ি থামায় সেনার পোশাকে থাকা ৫ জন। ৩টি বাইকে চেপে ফাটাপুকুর থেকেই গাড়ির পেছনে ধাওয়া করে আসছিল বলে দাবি আক্রান্ত নেতা সুনিল সরকারের।

তিনি জানিয়েছেন, সারিয়ামে গাড়ি থামিয়ে রড-ধারাল অস্ত্র নিয়ে দুষ্কৃতি হামলার চেষ্টা করে। প্রথমে, গাড়ি থামিয়ে চালককে মারধর করে। গাড়ি লক থাকায় বরাত জেরে রক্ষা পেয়েছেন তিনি। আহত চালক চিৎকার শুরু করলে ৫ দুষ্কৃতি জলপাইগুড়ির দিকে পালিয়ে যায় বলে দাবি। ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়। সেই রাতেই হলদিবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম স্বপন সরকার। ওই ব্যক্তি বিএসএফ-এ কর্মরত বলে জানা গিয়েছে। এই ঘটনা বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন আক্রান্ত নেতা সুনিল সরকার।

About The Author