চায়ের দাম নিয়ে ঝামেলা, ধারালো অস্ত্রের কোপে আহত হলেন দুই ব্যক্তি। দশমীর ভোরে রাজগঞ্জের ফাটাপুকুর পানিকাউরি টোল গেট সংলগ্ন একটি চায়ের দোকানে ঘটেছে এমন কাণ্ড।
জানা গেল, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঠাকুরমার মৃত্যু সংবাদ জানাতে সারিয়াম থেকে পানিকাউরিতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন মানব রায় (২৫) এবং সঞ্জিত রায় (৩১) নামের দুই জন। ফেরার পথে টোল গেট সংলগ্ন একটি চায়ের দোকানে গিয়ে চা খান। চায়ের দাম বেশি চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। এরমধ্যেই আচমকা চা দোকানির ছেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ।
সূত্রের খবর, অভিযুক্ত চায়ের দোকানদার বাতাসু মহম্মদের ছেলে রাজেশ মহম্মদ। তাঁরা গাঠিয়াগছের বাসিন্দা। ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় মানব ও সঞ্জিত নিজেদের বাইকে চেপে জলপাইগুড়ির হাসপাতালে ছুটে যান। তাঁদের একজনের পিঠে এবং একজনের হাতে আঘাত লেগেছে।
এদিকে, রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে চায়ের দোকানদার এবং তার ছেলেকে না পেয়ে বাড়ির এক মহিলাকে থানায় নিয়ে এসেছে। রাজগঞ্জ থানার আইসি জানিয়েছেন, খুব শীঘ্রই অভিযুক্ত গ্রেপ্তার হবে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য রাজগঞ্জে।