Rajganj: বাঁচুক ওরাও! পথকুকুরদের জন্য ‘মানবিক উদ্যোগ’ মানব দাশের

পথ চলতি মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে অবলা প্রাণীগুলি। কেউ খাবার দিলে খায়, নাহলে রাস্তার একপ্রান্তে গুটিসুটি মেরে পড়ে থাকে। রাজগঞ্জ বাজারের ক্ষেত্রে এই ছবিটা একটু আলাদা। এলাকার পথ কুকুরগুলির জন্য দীর্ঘ‌দিন ধরেই মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা মানব দাস। প্রতি রাতে রাস্তার কুকুরগুলির পেট ভরান তিনি। তাঁর এই উদ্যোগে এগিয়ে এসেছেন স্থানীয় ব্যবসায়ী এবং পাড়ার যুবকদের কয়েকজন।

রাজগঞ্জ পোস্টঅফিস মোড়ের স্থানীয় বাসিন্দা মানব দাসের রাস্তার সারমেয়গুলির জন্য অশেষ মায়া। তাঁর উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই এলাকার পথকুকুরগুলির জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে মানববাবুর একার পক্ষে এই উদ্যোগ চালিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন। তাই উনার উদ্যোগে পাশে থাকতে এগিয়ে এসেছেন রাজগঞ্জের কয়েকজন ব্যবসায়ী এবং এলাকার যুবকদের কয়েকজন। প্রায় প্রতিরাতেই প্রাণীগুলিকে মাংস ভাত খাওয়ান তাঁরা। এই ব্যাপারে মানব দাস বলেন, ‘ওরা একটু ভালোবাসা চায়। আর মানুষের দয়াতেই তো বেঁচে থাকে। একটু আদর আর খাবার কি আমরা দিতে পারি না? প্রশ্ন মানব দাসের। সেই সঙ্গে তাঁর আশঙ্কা, তাঁর অবর্তমানে ওদের কি হবে? সেই কারণে এলাকার এই উদ্যোগে যুবকদের পাশে পেয়ে অনেকটাই আশ্বস্ত তিনি। এমনিতে মানব দাস লেখালেখির কাজ করেন। তবে পথ কুকুরদের সেবা যত্ন করা তাঁর নেশা। সেই নেশার খরচ জোগাতে অবশ্য কালঘাম ছুটে যায়। তবে তাঁর উদ্যোগে বাকিদের সম্মিলিত প্রচেষ্টা অনেকটাই সাহায্য করছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাকুক প্রাণীগুলি, এই কামনা করছেন সহউদ্যোক্তারাও। তাঁদের মধ্যে রাজগঞ্জ থানার কয়েকজন আধিকারিকও রয়েছেন।

About The Author