পুজো দেখতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত ২

জলপাইগুড়ির কালীপুজো দেখতে যাওয়ার পথে রাজগঞ্জের বাগডোগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ ব্যক্তির। তারা দুজনেই শিলিগুড়ি ঘুঘুমারি এলাকার বাসিন্দা।

রাজগঞ্জের আমবাড়ি বাগডোগরা এলাকায় শিলিগুড়ি-জলপাইগুড়ি বিকল্প রাস্তায় এই ঘটনা ঘটে। শনিবার বেলা তিনটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি বাইকের সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই পথ দুর্ঘটনার ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। অন্য একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অন্য দুই যুবক। আহত দুই যুবককে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হসপিটালে পাঠানো হয়। জানা গিয়েছে আহত ২ যুবক স্থানীয় বাসিন্দা এবং মৃত ২ ব্যক্তি শিলিগুড়ি ঘুঘুমারি এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি বিধান রায়কেও ঘটনাস্থলে দেখা যায়।

About The Author