পেছন থেকে ধাক্কা! তৃণমূল নেতাসহ দু’জনের মৃত্যু, ঘাতক গাড়িতে আগুন

রাজগঞ্জ: প্রথমে এক পথচারীকে ধাক্কা মেরে পালাচ্ছিল। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ফের ধাক্কা! এবারে বাইকে থাকা তৃণমূল নেতাকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ল টাটা এসি গাড়ি। ঘটনাস্থলেই নেতার মৃত্যু হয়। ঘাতক গাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। চালক পলাতক।

রাজগঞ্জের শিকারপুর অঞ্চলে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেল, বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইকের পেছনে একটি টাটা এসি গাড়ির ধাক্কায় তৃণমূল নেতা উত্তম রায় এবং এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। উত্তম রায় পানিকাউরি অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্বে ছিলেন। আরেকজনের নাম সম্ভবত মলিন রায়। তিনি সরকার পাড়ার বাসিন্দা।

রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানান, শিকারপুর অঞ্চলের বাগডোগরা হাট থেকে বাজার ছেড়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে ফুলবাড়ীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তম রায় এবং ওই স্থানীয় মলিন রায়ের দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তৃণমূল সূত্রে জানা যায়, ঘাতক গাড়িটি প্রথমে এক পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল। সেই সময় তাড়াহুড়ো করে পালাতে গিয়েই পরবর্তীতে বাইকে থাকা উত্তম রায়ের গায়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস জানিয়েছেন, গারিতে আগুন লাগানো হয়েছিল। পড়ে দমকলের একটি ইঞ্জিন সেখানে ছুটে এসে আগুন নেভায়। তবে ঘাতক গাড়ির চালক পালিয়েছে।

About The Author