রাজগঞ্জ: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা পেরোতে গিয়ে দুটি ছোট যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ। গুরুতর জখম হলেন বাবা ও ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সিতাগুড়ি এলাকায়। জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে একটি সাদা ইনোভা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

