রাজগঞ্জের ঘটনায় অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজত, আসল দোষীদের আড়াল করছে পুলিশ: দাবি আইনজীবীর

রাজগঞ্জে পরকীয়ার অভিযোগে এক মহিলাকে মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে অভিযুক্ত তিন জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, পুরো ঘটনা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অভিযুক্তদের আইনজীবী অভিজিৎ সরকার।

তার প্রশ্ন, কার অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করল পুলিশ? পরিবারের তরফে কোনও অভিযোগ নেই, গ্রামের তরফেও কোনও অভিযোগ নেই। তাহলে পুলিশ কি ঘটনার সময় সেখানে ছিলেন? নাকি অন্য কিছু আড়াল করার চেষ্টা করছে পুলিশ? তিনি দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে অভিযুক্তদের সম্পর্ক নেই। আসল দোষী অর্থাৎ মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ।

অভিযুক্ত পক্ষের আইনজীবী আরও জানান, ওই রাতে গ্রামেরই একাধিক মহিলা নির্যাতিতাকে হেনস্থা করেছেন। ওই মহিলাদের গ্রেপ্তার করা হল না কেন? ঘটনার রাতে সেখানে ওই অভিযুক্তদের দেখা যায়নি। তাহলে কিসের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করল? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।

About The Author