রেশনের গোডাউন থেকে চাল পাচারের চেষ্টার অভিযোগে খাদ্য সামগ্রী বোঝাই গাড়ি আটকাল পুলিশ। চালক সহ ৩ জনকে আটক করা হয়েছে। অবৈধ কারবারের খবর পেয়ে অভিযান চালায় রাজগঞ্জ পুলিশ।
শনিবার রাজগঞ্জ কলেজের সামনে একটি পিকআপ ভ্যান আটকায় পুলিশ। গাড়িতে ৭০ বস্তা চাল ছিল। গাড়ির সামনে ‘ON DUTY PDS’ স্টিকার লাগানো থাকলেও চালের বস্তায় সরকারি স্টিকার বা লেবেল লাগানো ছিলনা। জিজ্ঞাসাবাদের পর ৩ জনকে আটক করা হয়।
চালক জানিয়েছে, ওই গাড়ি রাজগঞ্জ গরুহাটির গোডাউন থেকে এক ডিলারের ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছিল। অবৈধভাবে রেশন সামগ্রী নিয়ে পাচারের অভিযোগে তাদের আটক করেছে পুলিশ। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, ব্লকের বেশ কিছু জায়গায় ক’দিন ধরেই রেশন সামগ্রী নিয়ে কারচুপির অভিযোগ উঠেছিল। রেশনের বদলে কোথাও টাকা বিলিও করা হয়েছে বলে অভিযোগ। এবার গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ রেশনের সামগ্রী বোঝাই গাড়ি ধরল রাজগঞ্জ পুলিশ। ডিস্ট্রিবিউটরের গোডাউন থেকে বাইরে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।
শনিবার দুপুরে রাজগঞ্জ কলেজের সামনে একটি পিকআপ গাড়ি আটকায় পুলিশ। পুলিশ জানিয়েছে, সেখানে ৭০ বস্তা সেদ্ধ চাল উদ্ধার হয়েছে। গাড়ির সামনে স্টিকার লাগানো থাকলেও চালের বস্তার মধ্যে সরকারি লেবেল ছিল না। পুলিশ আরও জানিয়েছে, ওই গাড়িতে করে অবৈধ ভাবে রেশনের খাদ্য সামগ্রী অন্য কোথাও পাচারের চেষ্টা করা হচ্ছিল।
এদিকে, এলাকার প্রায় ৬৮টি রেশন দোকানে ৩ দিন ধরে রেশন সামগ্রী ছিল না বলে সূত্র মারফত জানা গিয়েছে। ওই ঘটনার সঙ্গে এর কোনও যোগ আছে কি না? খতিয়ে দেখবেন আধিকারিকেরা। শনিবারের ঘটনায় গাড়ির চালক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।