Rajganj: চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার নগদ

রাজগঞ্জে খুনিয়া হাটে চুরির ঘটনায় বুধবার ওই এলাকা থেকেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম নাম রাইনাল বাসফোর এবং সাহিবুল হক। আদালতের নির্দেশে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশি তদন্তে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকার একটা অংশ।

মঙ্গলবার রাতে খুনিয়ার হাটের একটি মুদি দোকানে চুরির ঘটনাটি ঘটে। দোকান মালিক হায়দার আলীর দোকান থেকে বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে চুরি হয় নগদ টাকাও। রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি রিমান্ডে চাওয়া হয়। ৫ দিনের পুলিশি রিমান্ডের আদেশ দেয় আদালত। পুলিশি জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া অর্থের ৫৭৬৫ টাকা উদ্ধার করা গেছে। ঘটনার তদন্ত চলছে।

About The Author