Rajganj: জমি বিবাদে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

রাজগঞ্জে জমি বিবাদে মৃত্যুর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল মহম্মদ রহিমুদ্দিন এবং তরিকুল ইসলাম। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

শুক্রবার রাজগঞ্জের সুখানি অঞ্চলের ভোলাপাড়া গ্রামে দুই পক্ষের জমি বিবাদে বেশকয়েকজন গুরুতর আহত হয়েছিলেন। সোমবার একজনের মৃত্যু হয়। মৃত হায়দার আলির পরিবারের তরফে মোট ১৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তদের ৭ দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার।

বুধবার ঘটনার দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মৃতের পরিবারের দাবি, বাকিদেরও অবিলম্বে গ্রেফতার করা হোক এবং দোষীদের করা শাস্তি হোক। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানালেন পরিবারকে দেওয়া কথা মত ঘটনার মূল অভিযুক্তদের অন্যতম দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও অবিলম্বে গ্রেফতার করার চেষ্টা চলছে। দু’জনের বাড়ি ভোলাপাড়াতেই। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

About The Author