রাজগঞ্জে তৃনমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ১

জলপাইগুড়ির রাজগঞ্জের তৃনমূল নেতা সলেমন মহম্মদের খুনের ঘটনায় চোপড়া থেকে দানিশ মহম্মদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

গত রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় গুলিবিদ্ধ হন তৃনমূলের এসসিএসটিওবিসি সেলের বুথ সভাপতি সলেমন মহম্মদ। পুলিশের দাবি, তৃণমূল নেতা খুনের ঘটনায় যুক্ত ছিল এই ব্যক্তি। সেই ঘটনার রাতেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল দানিশ।

বৃহস্পতিবার জলপাইগুড়ি পুলিশের একটি বিশেষ দল বিহার সীমান্ত সংলগ্ন চোপড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। জলপাইগুড়ির এসপি দেবর্ষি দত্ত জানিয়েছেন, অভিযুক্ত এর আগেও একাধিক ঘটনার সঙ্গে যুক্ত ছিল। বাকিদের খোঁজে তদন্ত চলছে।

About The Author