Rajganj: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘প্রতিবেশী দাদু’

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক প্রতিবেশী পঞ্চাশোর্দ্ধ‌ ব্যক্তি। রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের ঘটনায় চাঞ্চল্য। ঘটনার প্রায় দেড় মাস পর নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সামনে আসে ঘটনা।

নাবালিকার পরিবারের তরফ থেকে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। জানা গিয়েছে, ক্লাস নাইনের ওই ছাত্রী সন্ধ্যায় পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। রাত সাড়ে ৯টা নাগাদ রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে এলাকার এক প্রতিবেশী ব্যক্তি নাবালিকাকে ভয় দেখিয়ে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। সেই কথা যাতে কাউকে না জানানো হয় তাঁর জন্যও ভয় দেখানো হয়। এরপর প্রায় দেড় মাস পর ১৪ বছরের ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরিবারের লোকেরা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে আসল ঘটনা। সেইমত শনিবার সকালে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানায় পরিবার। অভিযুক্ত এক পঞ্চাশোর্দ্ধ‌ ব্যক্তিকে নাবালিকার গ্রাম থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এদিনই তাঁকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পরিবারের লোকেরা জানিয়েছেন, মেয়ে রোজই ওই বাড়িতে সন্ধ্যায় টিভি দেখতে যেত। ঘটনার পর থেকে সেখানে আর যেত না। তারপর এই ঘটনা সামনে আসতেই সব পরিস্কার হয়। পরিবারের তরফ থেকে অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।

About The Author