রাজগঞ্জ: পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা খরচে দুটি পাকা রাস্তা পাচ্ছে রাজগঞ্জ বিধানসভা। দুটি রাস্তার কাজের শিলান্যাস করলেন SJDA-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার রাজগঞ্জ বিধানসভার মাঝিয়ালী এবং বেলাকোবা অঞ্চলে দুটি রাস্তার উদ্বোধন করলেন এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। প্রায় ১.৫ কিমি দৈর্ঘ্যের রাস্তা দুটিতৈরি করাতে প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। আগামী তিনমাসের মধ্যেই রাস্তার কাজ সম্পুর্ন করা হবে বলে জানান সৌরভবাবু।
রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের বলাইগছ এলাকায় রাস্তাটি তৈরি করা হবে প্রায় ৮১ লক্ষ টাকা খরচ করে। এদিকে বেলাকোবা অঞ্চলের রানিনগরে রাস্তাটি তৈরি করাতে খরচ ধরা হয়েছে প্রায় ৮১ লক্ষ ৩৭ হাজার টাকা। সৌরভ চক্রবর্তী বলেন, রাস্তার ব্যাপারে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। আজ সেই রাস্তার কাজের শিলান্যাস করা হল। প্রায় তিনমাসের মধ্যেই রাস্তার কাজ সম্পুর্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এদিনের অনুষ্ঠানে সৌরভ চক্রবর্তীর সঙ্গে ছিলেন রাজগঞ্জে বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথও।