Rajganj: সরকারি সুযোগ মিলছিল না অভিযোগ, বাম ছেড়ে তৃণমূলে ৩০টি পরিবার

বিজেপির যোগদান কর্মসূচির পরদিনই একই এলাকায় তৃণমূলের পাল্টা যোগদান কর্মসূচি। রাজগঞ্জের শিমূলগুড়িতে এবার সিপিআইএম ও বিজেপি ভাঙ্গিয়ে তৃণমূলে ৩৩টি পরিবার যোগ দিয়েছে বলে দাবি শাসক নেতৃত্বের। বিরোধী পঞ্চায়েতের অকর্মণ্যতায় গরীব পরিবারগুলি কোনও সরকারি সুবিধা পাচ্ছিলেন না বলে অভিযোগ। তাই ভোটের আগে শাসক শিবিরেই ভরসা রাখলেন। পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন শাসক নেতারা।

গতকালই সেখানে সিপিআইএম ছেড়ে বিজেপিতে বেশকিছু পরিবার যোগদান করেছিল বলে খবর আসে। যার প্রতিক্রিয়ায় তৃণমূল রাম-বাম এক হয়েছে বলেও কটাক্ষ করেছিল; আজ সেই এলাকাতেই পাল্টা যোগদান কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জির হাত ধরে তৃণমূলে ৩৩টি পরিবার যোগ দিয়েছে বলে তাঁর দাবি। অরিন্দম আরও বলেন, সেখানে বাম পঞ্চায়েতের আয়ত্তে গরীব মানুষের জন্য কাজ হচ্ছিল না। লোকসভা ভোটের আগে গরীব মানুষের উন্নয়নের স্বার্থে ওই এলাকায় শক্তি বাড়াল তৃণমূল। যদিও এমন অভিযোগ অস্বীকার করে রাজ্যের শাসকদের ওপরই দায় চাপিয়েছে বাম দুর্গ।

About The Author