Rajganj: শান্তির বার্তা দিতে এলাকায় ধর্মীয় জালসা

রাজগঞ্জ: এলাকার শান্তি এবং উন্নতি কামনা করে প্রতিবছরের মতো এবছরও রাজগঞ্জের মোটাগছে খাজা উরস কমিটির তরফে ধর্মীয় জালসা অনুষ্ঠিত হল। ২৪ তম বার্ষিক ইসালে সাওয়াব অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি সন্ধ্যায় দুই ইমাম বক্তব্য রাখলেন।

অনুষ্ঠানে মৌলানা সাহেবের কথা শুনতে এলাকার নারী-পুরুষ সকলেই অংশগ্রহণ করেন। পরিশেষে ছিল খাওয়াদাওয়ার আয়োজনও। কমিটির সদস্য আহাদুর আলি বলেন, হজরত খাজা-এ-খাজগা সৈয়দ মইনুদ্দিন চিশতীর গরিব নওয়াজ প্রতিবারই আয়োজিত হয়। উত্তরবঙ্গের সঙ্খ্যালঘু মানুষের মধ্যে সামাজিক শান্তি প্রতিষ্ঠার লক্ষেই এলাকাভিত্তিক এই অনুষ্ঠান হয়। মেদেনিপুর এবং মালদা থেকে দুই মৌলবি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

About The Author