রাজগঞ্জ: লাইব্রেরিয়ানের অভাবে প্রায় তিন বছর ধরে বন্ধ পড়ে রয়েছে রাজগঞ্জ ভোলাপাড়ার নজরুল পাঠাগার। এর ফলে এলাকার বইপ্রেমী মানুষ এবং কলেজ পড়ুয়াদের মন খারাপ। জনৈক যুবক মীর আল হাসানের কথায়, কলেজে পড়ার সময় এই পাঠাগার বন্ধ থাকায় কোনও সুবিধাই পায়নি। বাবার মুখে শুনেছি, তারা যখন কলেজে পড়তেন তখন এই পাঠাগার থেকে বই নিয়ে নোট লিখতেন।
উল্লেখ্য, ১৯৭২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের আমলে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। তারপর বামফ্রন্টের আমল পর্যন্ত পাঠাগারটি ঠিকঠাক চলছিল। এলাকার মানুষের অভিযোগ, বর্তমান সরকার আসার কিছুদিন পর থেকেই লাইব্রেরিয়ানের অভাবে অচলাবস্থা শুরু হয় ওই পাঠাগারে। বর্তমানে এক লাইব্রেরিয়ান দুই জায়গায় দেখভাল করেন; তাই বেশিরভাগ সময় কার্যত বন্ধই পড়ে থাকে ওই পাঠাগার।
এলাকার উপপ্রধান ইজরায়েল হক জানান, পাঠাগারটিতে বইয়েরও অভাব রয়েছে। সেটিকে পুরোদমে চালাতে প্রশাসনের কর্তাদের সঙ্গে আলাপ চলছে। সকলেই চাইছেন যাতে দ্রুত লাইব্রেরির হাল ফেরানো হয়।