Rajganj: রাতে অবৈধভাবে মাটি তুলছে কারা? BDO-কে অভিযোগ

রাজগঞ্জ: দিনের আলো ফুরোলেই গ্রামের রাস্তা দিয়ে মাটি বোঝাই ডাম্পার, ট্রাক্টরের আনাগোনা। অন্ধকারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ। অন্য জমির ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে নষ্ট হচ্ছে আবাদি জমি। এবার এই নিয়ে এলাকারই এক বাসিন্দা সরাসরি বিডিওর কাছে অভিযোগ জমা করলেন। রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের মগরাডাঙ্গি এলাকার ঘটনা।

জানা গেল, পরিমল মণ্ডল নামের ওই ব্যক্তির জমির ওপর দিয়ে রোজ রাতে কয়েকজন অবৈধভাবে মাটি তুলে যাতায়াত করছে। এতে তার নিজের জমি নষ্ট তো হচ্ছেই পাশাপাশি শিল্পতালুক লাগোয়া রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে। এমনিতেই ওই রাস্তা নিয়ে ভোগান্তির অন্ত নেই।

পয়াচারি এলাকায় পরিমল মণ্ডল নামের ওই ব্যক্তির জমি আছে বেশ কিছুটা। কয়েক মাস আগে সেখানে সরকারি কাজের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়েছিল। সেই অস্থায়ী রাস্তার ওপর দিয়েই পুরোদমে মাটি বোঝাই গাড়ি যাতায়াত করছে। পরিমল মণ্ডলের অভিযোগ, কোনও বাধা শুনছে না কেউ। তাই বাধ্য হয়ে প্রশাসনিক স্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে কোনও প্রতিক্রিয়া পাননি। সূত্রে আরও জানা গেল, প্রশাসনকে জানিয়েই এই কাজ করে চলেছেন মাটি উত্তোলনকারীরা। ব্লক অফিসে অভিযোগ জমা পড়লেও এই বিষয়ে প্রশাসনিক প্রতিক্রিয়া মেলেনি।

About The Author