Rajganj: মেলায় দুর্ঘটনা! ‘ভুল ভিডিও’র জেরে ক্ষতির মুখে ব্যবসায়ীরা

মেলায় নাগরদোলা চড়তে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত ৪ জন। মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। ঘটনার পরই সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হল ভিডিও। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মেহের ধাম মেলায় ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।

এই ঘটনার ভাইরাল ভিডিও আমদানি হয় বাংলায়। যার জেরে উত্তরবঙ্গের জল্পেশ, ভদ্রেশ্বর, চাঁদমুনি মেলাকে ঘিরে গুজব এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেকেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই না করেই ফেসবুক-হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন। বিভ্রান্তির জেরে মেলার শেষ লগ্নে এসে মার খেলেন নাগরদোলা ব্যবসায়ীরা।

গত মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মেহের ধাম মেলায় ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। সেখানে নাগরদোলা চলতে থাকা অবস্থায় গ্রিল ভেঙ্গে নীচে পড়ে যান কয়েকজন। ঘটনায় আহত হয়েছেন ৪ জন। ঘটনার পরপরই ভাঙচুর চালান স্থানীয় মানুষজন। ঘটনার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিও।

আসল ঘটনার প্রায় ২-৩দিন পর উত্তরবঙ্গের বিভিন্ন মেলার পার্শ্ববর্তী এলাকায় এই ভিডিও ছড়িয়ে পড়তে থাকে মোবাইলে মোবাইলে। অনেকেই নিশ্চিত না হয়েই ভিডিও ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ভদ্রেশ্বর মেলা, ময়নাগুড়ির জল্পেশ মেলা, দার্জিলিং জেলার মাটিগাড়া চাঁদমুনি সহ উত্তরবঙ্গের আরও কিছু জায়গায় শিবরাত্রি উপলক্ষে আয়োজিত মেলার সঙ্গে ভিডিওটি জুড়ে দিয়েছেন স্থানীয়দের একাংশ। এবং এভাবেই শুরু হয় চরম বিভ্রান্তি। এই ঘটনার জেরে নাগরদোলা ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েন।

রাজগঞ্জের ভদ্রেশ্বর মেলার শেষ দিন অর্থাৎ শুক্রবার এলাকায় ছড়িয়ে পড়ে ভুল ভিডিওটি। আতঙ্কে অনেকেই মেলায় নাগরদোলার ধারে কাছেও যাননি। এখানে দীর্ঘ ৮ বছর ধরে নাগরদোলা লাগান শিলিগুড়ির বাসিন্দা পরিতোষ মণ্ডল। তাঁর কথায়। গতকাল বেলা হতেই অনেকেই এই ভুল ভিডিও নিয়ে আমাকে ফোন করেন। আমি সবাইকে বিষয়টি ভুল জানিয়ে দিয়। তবে মেলার শেষ দিনেও আতঙ্কে প্রায় কেউই নাগরদোলায় বসেনি। তাঁর অভিযোগ, কেউ ইচ্ছে করে এমন কাণ্ড ঘটিয়েছেন। পরিতোষ বাবু বলেন, এর বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ জানাবেন। এদিকে, ময়নাগুড়ি জল্পেশ মেলা কর্তৃপক্ষ বিষয়টি ভুল বলে দাবি করেছেন।

About The Author