Rajganj: ভোট মিটতেই বেহাল রাস্তা নিয়ে ফের সরব গ্রামবাসীরা

রাজগঞ্জের গ্রামীণ হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানা খন্দে ভরা রাস্তায় দুদিন পরপর দুর্ঘটনা হয়েই চলেছে। বেহাল রাস্তা দিয়ে রোগীদের যেতে আসতেও ভোগান্তির অন্ত নেই। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে বহুবার আবেদন-নিবেদনের পরও রাস্তা সংস্কার হয়নি। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন। কিন্তু কাজ হয়নি।

বুধবার রাস্তা মেরামতের দাবিতে ফের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বুধবার সকাল থেকে পানিকৌড়ি অঞ্চলের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তায় কামারপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করে দফায়-দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা।

অন্যদিকে হাতিমোড় থেকে আমবাড়ি রাজ্য সড়কের হরিহর স্কুল মোড়েও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সকাল থেকে বেলা দুটো অবধি অবরোধ চলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পরে রাজগঞ্জের বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

About The Author