Rajganj: বাইক দুর্ঘটনায় আহত সিভিক ভলান্টিয়ার

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সিভিক ভলান্টিয়ার। রাত ন’টা নাগাদ ফাটাপুকুর মোড়ে ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, ফাটাপুকুরে রাস্তার পাশে একটি নির্মাণ কাজ চলছে। এক নির্মাণকর্মী অন্ধকারে ঘাড়ে লোহার রড চাপিয়ে জাতীয় সড়ক পারাপার করেছিলেন। সেইসময় কাজ সেরে বাড়ি ফিরছিলেন সিভিক ভলান্টিয়ার মিঠুন রায়। অন্ধকারে খেয়াল না করতে পেরে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। ঘটনার পর সিভিক ভলান্টিয়ারকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির বাড়ি তালমা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ।

About The Author