Rajganj: ডাম্পারের ধাক্কায় ভেঙ্গে পড়ল বিদ্যুতের খুঁটি

সাতসকালে ডাম্পারের ধাক্কায় ভেঙ্গে পড়ল বিদ্যুতের খুঁটি। আবারও ‘সরু’ রাস্তা নিয়ে পুরনো অভিযোগ তুলে ধরার সুযোগ পেলেন স্থানীয়রা। শনিবার সকালে রাজগঞ্জ ব্লকের মালিভিটা চৌরাঙ্গী মোড় এলাকায় ঘটনাটি ঘটে। কেউ আহত না হলেও ঘণ্টাখানেক বিদ্যুৎহীন হয়ে পড়ল গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে রাস্তায় একটি বিকট শব্দ শুনতে পান গ্রামবাসী্রা। রাস্তায় এসে দেখেন একটি ডাম্পার বিদ্যুতের খুঁটি ভেঙে আটকে রয়েছে ইলেকট্রিকের হুকে। গ্রামবাসীদের দাবি, রাস্তাটি অতিরিক্ত সরু হওয়ার কারণেই এই দূর্ঘনা ঘটেছে। অনেকের মতে, সারারাত গাড়ি চালিয়ে হয়ত চালকের ঝিমুনি ধরেছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ এবং বেলাকোবা ইলেকট্রিক অফিসের কর্মীরা।

এলাকাবাসীদের অভিযোগ, ওই সরু রাস্তায় বড় বড় গাড়ি যাতায়াত করায় হামেশাই অঘটন ঘটছে। রাস্তা চওড়া করার দাবি দীর্ঘদিনের। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছিলেন এই রাস্তার জন্য যদি সাধারণ মানুষ জমি দিতে আগ্রহী থাকে তাহলে এই রাস্তা চওড়া করে দেওয়া যাবে। এদিন স্থানীয়রা সেই বক্তব্যের পরিপেক্ষিতে জানান যদি রাস্তা বড়ো হওয়ার জন্য জমি দিতেই হয় তাহলে এলাকার মানুষ সকলেই জমি দিতে রাজি আছেন।

About The Author