দীর্ঘদিন পর এলাকার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও খুশী নন এলাকার মানুষ। পিচের রাস্তার দাবিতে সিসি রাস্তা তৈরির কাজ আটকে দিলেন গ্রামবাসী। পরে এই নিয়ে নির্মাণকারীদের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটিও হয়। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের দুয়ারিখারি এলাকার ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা যেমনটা হওয়ার কথা ছিল। তেমনটা হচ্ছে না। দায়সারা কাজ হচ্ছে। পাকা রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। এছাড়াও রাস্তা ৮ ফিট চওড়া হচ্ছে না। ফলে গ্রামবাসীদের যাতায়াতে বিশেষ সুবিধা হবে না বলে দাবি। বিষয়টি নিয়ে কুকুরজান অঞ্চল প্রধান মালতি রায় বলেন, পথশ্রী প্রকল্পের আওতায় কাজ চলছিল। টেন্ডার মেনে কাজ চলছিল। গ্রামবাসীরা পিচের রাস্তা চাইছেন। বিষয়টি ওপর মহলে জানানো হবে।

