Rajganj: আসছেন অভিষেক: উচ্ছ্বসিত তৃণমূল, পাল্টা প্রতিক্রিয়া বিজেপির

আর কয়েক ঘণ্টা বাদেই রাজগঞ্জে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজগঞ্জ শ্রী সংঘ মাঠে চলছে শেষ প্রস্তুতি। সভাস্থলে যাওয়ার রাস্তায় সাজো সাজো রব। ইতি উতি খানা-খন্দ মেরামত করা হয়েছে। তৃণমূলের তরফে জোড় মাইকিং চলছে এলাকাজুড়ে। শনিবার দুপুরে সেখানে জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। তবে সেখানে দলীয় কর্মীদের মতামত সংগ্রহের ব্যবস্থা রাখা হচ্ছে না।

অভিষেকের এই কর্মসূচী নাটক বলেই মনে করছে বিজেপি। রাজগঞ্জের মগড়াডাঙ্গি হাসপাতালে যাওয়ার বেহাল নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে। তাঁদের প্রতিক্রিয়া, যে রাস্তা খুব দরকার সেদিকে ধ্যান নেই। অভিষেকের ঢোকার রাস্তায় জোড়া পট্টি করছে প্রশাসন। নাটকের মঞ্চ সাজছে যেন। অন্যদিকে, কোচবিহারে ব্যালট নিয়ে অশান্তি প্রসঙ্গে বিজেপির ব্লক সভাপতি নিতাই মণ্ডলের মন্তব্য, দলের ভেতরের নির্বাচনে সাহায্য লাগলে অমিত শাহকে আবেদন করতে পারেন অভিষেক। 

বিজেপির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তৃনমূলও। দলের রাজগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি অরিন্দম ব্যানার্জি‌ বলেন, এটা রাজগঞ্জের গর্বের বিষয়। এলাকার মানুষ উচ্ছ্বসিত। বিজেপির সহ্য হচ্ছে না। তাই না জেনে কথা বলছে। রাজগঞ্জের মগরাডাঙ্গির গ্রামীণ হাসপাতালে যাতায়াতের রাস্তার কাজ ভোটের আগেই শুরু হয়ে যাবে। আর দলের মানুষের মতামত জানানোর প্রবল ইচ্ছের জেরেই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তাঁর আরও দাবি, ‘রাজগঞ্জ ব্লক হিসেবে ডাবগ্রামে মতামত কর্মসূচী করা হতে পারে। আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপি বুথে বুথে প্রার্থী দিতে পারবে কি না সন্দেহ। তাঁদের সেদিকে ধ্যান দেওয়া উচিৎ।’

About The Author