একই লাইনে দুই ট্রেন! মালগাড়ির পেছনে রাজধানী, কোনওমতে রক্ষা

জলপাইগুড়ি: সিগন্যাল বিভ্রাটের জেরে একই লাইনের ওপর চলে এলো দুটি ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুটা দূরে সাহুডাঙির কাছে ধরা পড়লো এক ভয়ংকর ছবি। ট্যাংকারের পেছনেই চলে এসেছিল দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। গার্ডের তৎপরতায় বড়সড় ঘটনা ঘটার আগেই থামিয়ে দেওয়া হল ট্রেন। জানা যাচ্ছে সিগন্যাল বিভ্রাটের জেরেই এমনটা ঘটেছে।

ফের একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজধানীর যাত্রী সেনা অফিসার মণীশ ঝা বলেন, ‘হঠাৎ বিরাট ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। বাইরে তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।’