সরস্বতী পুজোয় সঙ্গী বৃষ্টি, মেঘলা আকাশ; বাড়বে তাপমাত্রা

সরস্বতী পুজোর আগে থেকেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ, বৃষ্টি। উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির সঙ্গে হাওয়া বইছে। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ থেকেই আরও বাড়বে বৃষ্টির পরিমান।

বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি চলছে। আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। ৫ ফেব্রুয়ারি উত্তরের সবকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। একইরকম বৃষ্টি চলবে শনিবারও। আগামী দু’দিন তাপমাত্রা বৃদ্ধি পেলেও তার পরবর্তী তিনদিন রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে ঢোকায় বেশ অনেকটাই বেশি থাকবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ।

About The Author