আগামী ৪৮ ঘণ্টায় পাহাড়ে বাড়বে বৃষ্টি! কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে বলল আবহাওয়া দপ্তর

তিস্তার তাণ্ডবে বিপর্যস্ত উত্তর সিকিম, ভেসে গেল জলবিদ্যুৎ প্রকল্পের ল্যাব, একাধিক সেতু ক্ষতিগ্রস্ত। আর এর মধ্যেই আগামী ৪৮ ঘণ্টায় আরও জোর বৃষ্টির পূর্বাভাস দিয়ে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে বলল আবহাওয়া দপ্তর।

পাহাড়ে কদিন টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা। আগামি কদিনও লাল সতর্কতা জারি। নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। সিকিমে ভেসে গেল উত্তর সিকিমের চুংথাং জলবিদ্যুৎ প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব।

প্রাকৃতিক দুর্যোগে ল্যাবের একাংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তিস্তার প্রবল তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে Phidang-এর বিখ্যাত বেইলি ব্রিজ। ওই সেতুর উপর দিয়ে যান চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সাংকালাং এলাকার একটি সেতুর পিলার ধসে পড়েছে বলে খবর।

এতে উত্তর সিকিমের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিপর্যয়ের জেরে উত্তর সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে। জলবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি আশেপাশের জনবসতিগুলিতেও বিপদের শঙ্কা। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

About The Author