মোদির সভায় ভিলেন হতে পারে বৃষ্টি, কর্মীদের ছাতা আনার পরামর্শ BJP-র

২৯ মে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী! মোদীর সফরের দিনেই বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ারে।

আগামী বৃহস্পতিবার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে, আর সেদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ফলে জনসভায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।

তবে সেই কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্যারেড গ্রাউন্ডে একাধিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জলকাদার সমস্যা দূর করতে বালি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও মূল মঞ্চে ও ছাউনিতে যাতায়াতের জন্য পেভার্স ব্লকের রাস্তা তৈরি হয়েছে। এছাড়াও বৃষ্টির জল যাতে মাঠে জমে উঠতে না পারে তার জন্য বালি বিছানো হয়েছে। ফলে বৃষ্টির জল জমে সমস্যা তৈরি করতে পারবে না।

আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের সুপারভাইজার পীযূষকান্তি বসু বলেন, ‘সোমবার থেকে তিন-চারদিন হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। তবে আলিপুরদুয়ারে যে হবেই তা নির্দিষ্ট নয়।’ এদিকে বৃষ্টি হলেও যাতে বড় কোনও সমস্যার মধ্যে পড়তে না হয় তারজন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন পদ্ম নেতারা।

বিজেপির বিধায়ক দীপক বর্মন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ কারও পক্ষেই আটকানো সম্ভব নয়। তবে বৃষ্টি হলে যাতে সমস্যা না হয় তারজন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে। আধুনিক স্টাইলে ছাউনি তৈরি করা হয়েছে। সেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ একসঙ্গে আশ্রয় নিতে পারবেন। এছাড়াও কর্মী-সমর্থকদের ছাতা নিয়ে আসতে বলা হবে। আমরা সবরকম প্রস্তুতি নিয়ে রাখছি।’

বিজেপির নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, একসঙ্গে যাতে প্রায় পঞ্চাশ হাজার দর্শক জনসভায় অংশগ্রহণ করতে পারেন তার উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এছাড়াও ঝড়-বৃষ্টি হলে যাতে সমস্যা না হয়, তাই কর্মীদের সকলকে ছাতা নিয়ে আসার আবেদন করবেন বলে জানা গিয়েছে। আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন নেতা-কর্মীরা।

About The Author