এবার ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুঁশিয়ারি রাহুল গান্ধির

পাটনায় ভোটার অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর ভাষায়, “ভোট চুরি যদি অ্যাটম বোমা হয়, এবার আমি হাইড্রোজেন বোমা সামনে আনছি।”

রাহুলের দাবি, মহাদেবপুরা নিয়ে যা প্রকাশ্যে এসেছে, তা ছিল কেবল শুরু। এবার এমন তথ্য সামনে আনবেন, যাতে প্রধানমন্ত্রী মোদী “আর মুখ দেখাতে পারবেন না।”

তিনি আরও বলেন, “যাঁরা মহাত্মা গান্ধিকে হত্যা করেছিল, তাঁরাই আজ ভারতের সংবিধান ধ্বংস করতে চাইছে।” বিহার জুড়ে ১৩০০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে, ১৬ দিনের এই অভিযান শেষ হয় পাটনায়।

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। কংগ্রেসের তরফে এটি বিজেপির বিরুদ্ধে ‘চূড়ান্ত তথ্য-প্রমাণের যুদ্ধ’ বলেই তুলে ধরা হচ্ছে।

About The Author