অসমের সাংস্কৃতিক প্রতীক জুবিন গর্গের মৃত্যু ঘিরে রহস্যের দাবি, কামরূপে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে স্বচ্ছ তদন্তের দাবি রাহুল গান্ধীর।
গুয়াহাটি: অসমের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্যের আবহে তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৭ অক্টোবর কামরূপ জেলার গর্গ পরিবারের বাসভবনে গিয়ে জুবিনের স্ত্রী গরিমা ও অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
রাহুল বলেন, “জুবিন গর্গ ছিলেন অসমের আত্মার প্রতিচ্ছবি। তাঁর মৃত্যু আমাদের সবার জন্য অপূরণীয় ক্ষতি। আমরা চাই, এই মৃত্যু নিয়ে যেন কোনো প্রশ্ন বা সন্দেহ অমীমাংসিত না থাকে।” তিনি আরও বলেন, “জুবিন গর্গকে আমি কাঞ্চনজঙ্ঘার মতো মনে করি—সৎ, স্বচ্ছ, অটল ও সুন্দর।”
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় জুবিনের মৃত্যু হয় বলে সরকারি সূত্রে দাবি। কিন্তু তাঁর স্ত্রী গরিমা গর্গ প্রকাশ্যে জানান, কিছু বিষয় অস্বাভাবিক মনে হচ্ছে এবং একটি স্বচ্ছ তদন্ত জরুরি।
২৩ সেপ্টেম্বর তাঁর মরদেহ দেশে ফেরার পর রাজ্য সরকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করে। গুয়াহাটির শ্মশানে হাজার হাজার মানুষ ভিড় করেন শেষ শ্রদ্ধা জানাতে।
জুবিন গর্গের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন—একজন অভিজ্ঞ স্কুবা ডাইভার কীভাবে এমন দুর্ঘটনার শিকার হলেন? সেই উত্তর এখনও অধরা।

