সরস্বতীপুরে ‘রাগবি কন্যা’র খোঁজ নিলেন অভিনেতা রাহুল বোস

জলপাইগুড়ি: ‘ভিলেজ অফ রাগবি’ রাজগঞ্জের সরস্বতীপুর চা বাগানে এলেন অভিনেতা, পরিচালক তথা সমাজকর্মী রাহুল বোস। দেখা করলেন জাতীয় স্তরের রাগবি খেলোয়াড় নিকিতার সঙ্গে। চা শ্রমিক মহলের এক অভাবের সংসারে থেকেও রাগবি খেলায় সুযোগ করে দেওয়ায় নিকিতার মা-বাবাকে ধন্যবাদ জানালেন রাহুল। অভিনেতাকে কাছে পেয়ে আবেগ সামলাতে পারলেন না নিকিতার মাও।

রাহুলের কথায়, ‘টাকার ওভাবে কেউ যেন পিছিয়ে না আসে।’ রাজগঞ্জের চা শ্রমিক মহলের মেয়ে নিকিতা ওঁরাও আন্তর্জাতিক মঞ্চে রাগবি খেলেছে। অভাবের পরিবার থেকে আন্তর্জাতিক জায়গায় উঠে আসা সহজ কথা ছিলনা নিকিতার জন্য। সেই কথা অজানা নয় রাহুলের। এদিকে রাহুল বোসও একজন জাতীয় স্তরের রাগবি খেলোয়াড় ছিলেন। তিনি দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাগবি খেলেছেন। সেই সুত্রেই নিকিতার সান্নিধ্যে আসা।

রাহুল বাবু লিখেছেন, পরিবারের সমর্থন না থাকলে নিকিতারা রাগবিতে এতটা ভালো প্রদর্শন করতে পারতেন না। ‘বাবা-মা হিসেবে মেয়েদের জন্য এই সুযোগ তৈরি করে দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছি।’

রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের সরস্বতীপুর চা বাগানের আদিবাসী মেয়েদের ‘রাগবি’ প্রতিভা এখন কারুর অজানা নয়। রাগবি নিয়ে মাঠে তাদের কেরামতি এখন রাজ্য পেরিয়ে দেশে বিদেশেও ছড়িয়ে পড়েছে। তবে প্রতিভাশীল এই মেয়েদের পরিবারগুলির আর্থসামাজিক অবস্থা তাদের সুযোগ তৈরির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট-ফুটবল নিয়ে প্রচার হলেও রাগবি নিয়ে বিশেষ কাউকে মাথা ঘামাতেও দেখা যায়না। সেই মেয়েদের খবর শুনে রাজগঞ্জের সরস্বতীপুর চা বাগানের ওই এলাকায় এসে পরিবারের সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা রাহুল বোস।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা আরও লিখেছেন, ‘আমি সরস্বতীপুরে নিকিতা ওঁরাও এবং তার পরিবারের সঙ্গে দেখা করলাম। তারা আমাকে কাছে পেয়ে তাদের দুঃখের কথা তুলে ধরলেন। নিকীতার মা দুবছর ধরে ক্যান্সারে আক্রান্ত। আমাকে ডেকে মেয়ের ভবিষ্যতের জন্য তাঁর চিন্তার কথা জানালেন। উত্তরে আমি আমার তরফ থেকে যতটা পারি সাহায্য করার আশ্বাস দিয়ে এসেছি এবং তাদের দুশ্চিন্তা করতে না করেছি।’ 

About The Author