উপহারের ডালি সাজিয়ে দু’দিনের সফরে ভারতে আসছেন পুতিন

নয়াদিল্লি: রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছবেন তিনি এবং দু’দিনের সফরে অংশ নেবেন একাধিক বৈঠকে।

এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রত্যাশা তৈরি হয়েছে। পুতিনের সফরে মূলত কয়েকটি বিষয় আলোচনায় আসবে বলে জানা গিয়েছে। ভারত–রাশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো অন্যতম লক্ষ্য। ভারত বিপুল পরিমাণে রুশ তেল আমদানি করলেও রাশিয়ার ভারত থেকে আমদানি তুলনামূলকভাবে কম।

তাই নয়াদিল্লি চাইছে মস্কোয় সামুদ্রিক পণ্য, আলু, প্রক্রিয়াজাত খাদ্য ও ওষুধের রপ্তানি বাড়াতে। এছাড়া জনশক্তি গতিশীলতা চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি, স্বাস্থ্য পরিষেবা ও সংবাদমাধ্যমে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

প্রতিরক্ষা ক্ষেত্রে সুখোই এসইউ–৫৭ যুদ্ধবিমান ও এস–৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়েও কূটনৈতিক আলোচনায় জোর দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিনের এই সফর ভারত–রাশিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

About The Author