Putin to visit India: ডিসেম্বর ৫-এ ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ৫ ডিসেম্বর ভারত সফরে আসতে পারেন বলে সূত্রের খবর। সফরের সময়কাল একদিন না দুইদিন—তা এখনও চূড়ান্ত নয়। এই সফরের প্রস্তুতি হিসেবে নভেম্বর মাসেই ভারত আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি সফরের সূক্ষ্ম দিকগুলি নিয়ে আলোচনা করবেন।

এই সফরকে ঘিরে ভারত-রাশিয়া সম্পর্কের নতুন মাত্রা যোগ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’ দীর্ঘদিন ধরেই বিদ্যমান, যা শুধু জ্বালানি নির্ভর নয়—বহুমাত্রিক। সূত্র জানিয়েছে, চীনের তিয়েনজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের বৈঠকে এই সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্ব রাজনীতির পালাবদলের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার দিকে নজর দিচ্ছে দিল্লি।

About The Author