ভারত সফরে আসছেন পুতিন! ট্রাম্পের শুল্ক চাপের মধ্যেই নতুন খবর নয়াদিল্লির

নয়াদিল্লিঃ রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারত-আমেরিকার মধ্যে চলমান চাপানউতোরের আবহে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর সামনে এসেছে। চলতি আগস্ট মাসেই ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২১ সালের পর এই প্রথমবার তিনি দিল্লি সফরে আসতে পারেন, যা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স-এর সূত্র অনুযায়ী, রাশিয়া সফররত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই সম্ভাব্য সফরের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে ভারত-রাশিয়ার “বিশেষ সম্পর্ক” এবং দ্বিপাক্ষিক বিষয়গুলির গুরুত্ব। ডোভালের ভাষায়, “চলতি মাসে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর নিয়ে আমরা খুব আনন্দিত। দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষামাত্র।”

এর আগে সাংহাইয়ে অনুষ্ঠিতব্য SCO সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিনের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকের পরই পুতিনের দিল্লি সফর হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই সফরের প্রেক্ষাপটে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল—রুশ তেল আমদানি নিয়ে সম্ভাব্য বড় চুক্তি। ডোভালের মস্কো সফর ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, রাশিয়া ভারতকে তেল আমদানিতে অতিরিক্ত ছাড় দিতে পারে, যা ভারতীয় অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবাণ’ এবং রুশ তেল কেনা নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার কৌশলকে কার্যত উপেক্ষা করে নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী হয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারত-রাশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, বিশেষ করে যখন আন্তর্জাতিক মঞ্চে জ্বালানি নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক ভারসাম্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

About The Author