পুরী রথযাত্রায় পদপিষ্টের মত অবস্থা! আহত ৫০০-রও বেশি

পুরী রথযাত্রায় পদপিষ্টের মত অবস্থা! ৫০০ জনেরও বেশি ভক্ত আহত; ৩০০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি, তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তের নির্দেশ ওড়িশা সরকারের।

ওড়িশার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে বার্ষিক রথযাত্রার সময় পদদলিত হয়ে ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরে রথ টানার সময় এই ঘটনা ঘটে। ঐতিহ্যগতভাবে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার প্রতিনিধিত্বকারী তিনটি বিশাল রথ এই যাত্রার জন্য ব্যবহৃত হয়। ভগবান বলভদ্রের রথ টেনে তোলার জন্য বিশাল জনতা এগিয়ে আসার সাথে সাথে বিশৃঙ্খলা শুরু হয় বলে জানা গেছে, যার ফলে ভক্তদের মধ্যে আতঙ্ক, ধাক্কাধাক্কি এবং ধাক্কাধাক্কি শুরু হয়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। ওড়িশার মন্ত্রী মুকেশ মহালিং জানিয়েছেন যে আহতদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

About The Author