Pune Bridge collapse: ছুটির দিনে ঘুরতে এসে ব্রিজ ভেঙ্গে হত ৫, আহত ৩২! সরকারের ক্ষতিপূরণ ৫ লক্ষ

পুনে: রবিবার ছুটির দিনে ঘুরতে গিয়ে বড় বিপত্তি! ব্রিজ ভেঙ্গে পড়ে মারা গেলেন ৫ জন, আহত অন্তত ৩২।

পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত ওই সেতুটিতে এদিন ঘুরতে গিয়েছিল বহু পর্যটক। সেতুর উপরে উঠে ছবি তুলছিল তারা। আচমকাই বিকট শব্দ করে মাঝখান থেকে ভেঙ্গে যায় ব্রিজটি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সেতু ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য এককালীন সরকারি ক্ষতিপূরণের খবর ঘোষণা করেছেন। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে পাবেন আত্মীয়রা।

ডিসিপি বিশাল গায়কোয়াড় জানিয়েছেন, বিকেল ৪টার দিকে সেখানে একটি পুরানো, জরাজীর্ণ লোহার সেতু ভেঙে পড়ে, যার ফলে দুজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। ভারী বৃষ্টিপাতের কারণে জলস্তর বেড়ে গেছে। প্রায় ৫-৭ জনকে উদ্ধার করা হয়েছে, এনডিআরএফ এবং স্থানীয় পুলিশ উদ্ধার অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ফড়নবিশ নিশ্চিত করেছেন যে এই ঘটনায় দু’জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

ফড়নবিশ লিখেছেন, ‘পুনে জেলার তালেগাঁওয়ের কাছে ইন্দোরিতে ইন্দ্রায়ণী নদীর উপর একটি সেতু ভেঙে পড়ার খবর শুনে খুবই দুঃখ হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, এই ঘটনায় ২ জন মারা গেছেন। আমি তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাই। এখন পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা হয়েছে। সমস্ত সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

About The Author