এলাকার প্রবীণ রিক্সাচালকের হাতে পুজোর উদ্বোধন, সাম্যের বার্তা জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: নেতা-তারকাদের দিয়ে নয়, এলাকার প্রবীণ রিক্সাচালকের হাত দিয়ে পুজোর উদ্বোধন! সকলেই আয়োজকদের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন।

দেশের সংবিধানে উঁচুনিচু ভেদাভেদ নেই। কিন্তু তবুও খেটে খাওয়া মেহনতী মানুষ আজও অবহেলিত। তাই সংবিধানকে সম্মান জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বার্তা উদ্যোক্তাদের।

জলপাইগুড়ি শহরের বিলপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগারের পূজো এবারে দৃস্টান্ত স্থাপন করল। চিকিৎসক, আইনজীবী, উদ্যোগপতি সহ অনেক সমাজের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন সেই মুহূর্তে। সকলেই আয়োজকদের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন।

ক্লাবের সাধারণ সম্পাদক নব্যেন্দু মৌলিক বলেন, ‘দেশের সংবিধানে উঁচুনিচু ভেদাভেদ নেই। কিন্তু তবুও খেটে খাওয়া মেহনতী মানুষ আজও অবহেলিত। তাই সংবিধানকে সম্মান জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পাড়ার সকলকে নিয়ে এই কাজ করতে পেরে আমরা গর্বিত।”

বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির জেলা কমিটির সদস্য সৌজিত সিংহ বলেন, “যাঁদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ থাকে তাঁদের অনেককে দিয়েই ক্লাবগুলি পুজোর উদ্বোধন করায়। এটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ছক ভেঙে খেটে খাওয়া মেহনতী মানুষ একজন রিক্সা চালককে দিয়ে বিল পাড়া রটন্তী ক্লাব যেভাবে তাদের পুজো উদ্বোধন করলো তা দেখে আমি অভিভূত।”

তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল বলেন, “সত্যি এক ব্যতিক্রমী পুজো উদ্বোধন দেখার সৌভাগ্য হল। আমি নিজেও সেখানে ছিলাম। ক্লাবের এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।”

About The Author