ঝাড়খন্ডের রাঁচিতে ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় করে ঘরে ফিরল রাজগঞ্জের প্রিয়াঙ্কা। একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা ক্লাস এইটের এই মেয়ে এই নিয়ে জাতীয়ে স্তরে চারবার সোনা জিতল।
রাজগঞ্জের পানিকৌড়ি অঞ্চলের চান্দারবাড়ির বাসিন্দা নৌজান রায় সামান্য রাজমিস্ত্রির কাজ করেন। এবারে লোন নিয়ে মেয়েকে বাইরে খেলতে পাঠিয়েছিলেন। মেয়ে প্রিয়াঙ্কা এখন ক্লাস এইটে পড়ছে। ছোট থেকেই কিকবক্সিংয়ের নেশা। অভাবকে সঙ্গী করেই অনুশীলন চালাচ্ছে সে। গত ২৩ আগস্ট ঝাড়খন্ডের রাঁচিতে চিলড্রেন ক্যাডেটস অ্যান্ড জুনিয়ার্স ন্যাশনাল কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নেয় প্রিয়াঙ্কা। সেখানে ৩৭ কেজি বিভাগে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে সে। এছাড়াও বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক রয়েছে তাঁর ঝুলিতে।
প্রিয়াঙ্কা জানায়, আগামীতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সোনা জয়ের ইচ্ছে রয়েছে তাঁর। প্রিয়াঙ্কার বাবা নৌজান রায় বলেন, সামান্য রাজমিস্ত্রীর কাজ করে সংসার চলে। কিভাবে মেয়ের এই ইচ্ছে পূরণ হবে তা জানিনা। লোন নিয়ে বাইরে পাঠাচ্ছি। সরকারিভাবে কোনও সাহায্য মেলেনি।