নয়াদিল্লি: বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জনতার হাতে নির্মমভাবে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। শনিবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনও সভ্য সমাজে ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য, হিংসা কিংবা হত্যার কোনও স্থান নেই। তাঁর মতে, এ ধরনের ঘটনা মানবতার বিরুদ্ধে অপরাধ।
প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্টভাবে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রতিবেশী দেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা হিংসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নটি জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।
বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ড ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘুদের উপর হামলা নতুন নয়, তবে এবারকার ঘটনায় নিষ্ঠুরতার মাত্রা নজিরবিহীন। ভারতের রাজনৈতিক মহলেও এই ঘটনার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীর বিবৃতি সেই উদ্বেগকে আরও স্পষ্ট করে তুলল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের উপরও চাপ তৈরি হতে পারে। ।

