প্রায় ৫ বছর পর রাজ্যজুড়ে প্রাথমিক টেট পরীক্ষা সম্পন্ন হল। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। মেটাল ডিটেক্টর দিয়ে সবাইকে পরীক্ষা করে তারপর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়।
রবিবার রাজগঞ্জ কলেজ পরীক্ষা কেন্দ্রেও কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষা হল। লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক সম্পন্ন করে কেন্দ্রে ঢোকানো হয় পরীক্ষার্থীদের। কয়েকজন পরীক্ষার্থী দূর থেকে আসায় পরীক্ষা কেন্দ্রে পৌছাতে দেরি হয়েছে। প্রথমে তাদের ঢুকতে না দিলেও পরে ডিপিএসসির চেয়ারম্যান লক্ষমোহন রায়ের হস্তক্ষেপে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়।
সকালে রাজগঞ্জ কলেজ পরীক্ষা কেন্দ্রে ছিলেন রাজগঞ্জ থানার পুলিশ। ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষমোহন রায়। তিনি বলেন, নিরাপত্তার মধ্যেই এখানে পরীক্ষা হয়েছে। রাজগঞ্জ কলেজকে নিয়ে জলপাইগুড়ি জেলায় মোট ৩৮টি পরীক্ষা কেন্দ্র ছিল। পর্ষদের নির্দেশ মেনে ১১টায় প্রশ্নপত্র পৌঁছায় কেন্দ্রগুলিতে। ১২টা থেকে পরীক্ষা শুরু হয়। কয়েকজন দেরি করে আসেন, তবে পৌনে ১২টার মধ্যে তাদের ঢুকতে দেওয়া হয়েছে।
পাশাপাশি কড়া চেকিংয়ের মধ্য দিয়ে টেট পরীক্ষার্থীদের প্রবেশ করতে হয়েছে পরীক্ষাকেন্দ্রে। এদিন পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা সহ সুষ্ঠুভাবে টেট পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকমের পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।