বাবার ওপর দুষ্কৃতী হামলা নিয়ে অহেতুক রাজনীতি চান না কৃষ্ণ-কন্যা

জলপাইগুড়িতে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ওপর দুষ্কৃতী হামলার অভিযোগে ইতিমধ্যে আন্দোলনের পথে হেটেছেন কৃষ্ণ অনুগামীরা। রাজনৈতিক জল্পনাও শুরু হয়েছে। সেই নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করলেন কৃষ্ণকন্যা প্রনয়িতা দাস।

তার কথায়, এলাকায় দীর্ঘদিন ধরে মদের ঠেক চলছিল। গ্রামবাসীরা একাধিকবার এই নিয়ে এলাকার উপপ্রধান কৃষ্ণ দাসকে অভিযোগ জানিয়েছিলেন। শুক্রবার রাতেও গ্রামবাসীদের কথা শুনে তিনি সেখানে প্রতিবাদ করতে যান। তারপরই কয়জন দুষ্কৃতি মারধর করে বলে অভিযোগ। এখনও তিনি হাসপাতালে ভর্তি। রাতের ওই ঘটনার পর থেকেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এমন অবস্থায় অহেতুক রাজনৈতিক চর্চা বন্ধ করে দোষীদের করা শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ খুললেন কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়ীতা দাস।

এই ঘটনাই ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে যদিও অভিযুক্তদের তালিকা আরও দীর্ঘ। তবে প্রশাসনের তড়িৎ ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। বাকিদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন প্রনয়িতা। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাবার উপর অযৌক্তিক আক্রমণের বিরুদ্ধে তদন্ত চান তিনি। অহেতুক রাজনীতি না করার আবেদনও করলেন কৃষ্ণকন্যা।