প্রায় বছর দেড়েক কাটিয়ে শান্ত হয়নি মণিপুর। অব্যাহত হিংসার ছবি। মাঝে দিন কয়েকের জন্য সেই রাজ্যে সেনা-শাসন জারি হয়েছিল বটে, তবে তাতেও হিংসার ছবিটা বদলাইনি।
অবশেষে সেই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে ভরে ওঠা মণিপুর শান্ত করতে নিয়ে নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত। মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন। গত ৯ই ফেব্রুয়ারি সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিংহ। রাজনীতির পিচে সেই ঘটনার রেশ এখনও কাটেনি বললেই চলে। আর তার আগেই বদলে গেল মণিপুর। রাজ্য সরকার নয়। এবার রাষ্ট্রপতির হাতে গেল সেই রাজ্যের শাসনভার।
মণিপুরে অশান্তি নিয়ে মোদীকে খোঁচা কংগ্রেসের। কংগ্রেসের তরফে ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, মোদীজি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন কিন্তু মণিপুরে যাচ্ছেন না।

