নয়াদিল্লি: ভারতের ইতিহাসে প্রথমবার কোনও রাষ্ট্রপতি রাফাল যুদ্ধবিমানে সওয়ার হলেন। বুধবার, ২৯ অক্টোবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পঞ্জাবের অম্বালায় বায়ুসেনা ঘাঁটি থেকে রাফাল যুদ্ধবিমানে উড়ান নেন।
সকাল ১১টা ২৭ মিনিটে একটি রাফাল বিমান তাঁকে নিয়ে আকাশে ওঠে। সামরিক পোশাকে, চোখে সানগ্লাস পরে, হাতে হেলমেট নিয়ে বিমানের ভিতরে বসে হাত নেড়ে অভিবাদন জানান রাষ্ট্রপতি।
এই ঐতিহাসিক যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান এপি সিংহ, যিনি অন্য একটি যুদ্ধবিমানে সওয়ার হন। রাষ্ট্রপতি পদাধিকারবলে দেশের সর্বোচ্চ সামরিক অধিনায়ক, এবং এই উড়ান সেই দায়িত্বের প্রতীকী বহিঃপ্রকাশ।
এর আগে ২০২৩ সালে মুর্মু সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন। তবে রাফালে যাত্রা এই প্রথম। রাফাল যুদ্ধবিমান ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি, এবং ‘অপারেশন সিঁদুর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ভারত ইতিমধ্যেই ৩৬টি রাফাল কিনেছে, এবং আরও ২৬টি কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে।