ভক্তদের প্রিয় ব্রজভূমির সাধক প্রেমানন্দ মহারাজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, তাঁর মুখ ফুলে লাল, চোখ বন্ধ, কণ্ঠস্বর কাঁপছে। কপালে নেই চন্দন, হাতে ব্যান্ডেজ—এই দৃশ্য দেখে মনখারাপ হয়ে যায় লক্ষ লক্ষ ভক্তের।
মহারাজ দীর্ঘদিন ধরে পলিসিস্টিক কিডনি ডিজিজে ভুগছেন এবং নিয়মিত ডায়ালিসিস চলছে। এই অসুস্থতার কারণে তাঁর পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে আশার কথা শোনালেন অভিনেতা পারস কালনাওত, যিনি মহারাজের ঘনিষ্ঠ অনুগামী। তিনি জানান, “মহারাজজি এখন কেলি কুঞ্জ আশ্রমে বিশ্রামে রয়েছেন। তাঁর চোখ খুলছে, কণ্ঠস্বর আগের তুলনায় স্থিতিশীল। ভক্তদের চিন্তার কিছু নেই।”
আশ্রমের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “মহারাজজি সুস্থ আছেন। শুধুমাত্র ভোর ৪টার হাঁটা বন্ধ রাখা হয়েছে। তাঁর দর্শন ও উপদেশ চলবে আগের মতোই।”
প্রেমানন্দ মহারাজ, যিনি কানপুরে জন্মগ্রহণ করেন এবং ১৩ বছর বয়সে আধ্যাত্মিক যাত্রা শুরু করেন, তাঁর ভক্তদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মতো তারকারাও।
এক ভিডিওতে মহারাজজি বলেন, “আমার চোখ খুলছে এখন, কাল পর্যন্ত মনে হচ্ছিল বন্ধ।”
এই বার্তা ভক্তদের মনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। তবে তাঁর স্বাস্থ্য নিয়ে সতর্ক নজর রাখছে আশ্রম কর্তৃপক্ষ।