কলকাতা: জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে ঘিরে নতুন বিতর্ক। জানা গেছে, তিনি একসঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহার—দুই রাজ্যের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।
পশ্চিমবঙ্গে তাঁর ঠিকানা ১২১ কালীঘাট রোড, ভবানীপুর—যেখানে তৃণমূল কংগ্রেসের অফিসও রয়েছে। ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কৌশল রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রশান্ত। সেই সময় ভবানীপুরে থাকতেন বলেই দাবি স্থানীয় TMC নেতাদের।
অন্যদিকে, বিহারে তাঁর নাম রয়েছে সাসারাম এলাকার ভোটার তালিকায়। সেখানে তাঁর পোলিং স্টেশন মধ্য বিদ্যালয়, কোনার—যা তাঁর পৈতৃক গ্রাম হিসেবেই পরিচিত।
এই দ্বৈত ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে। Representation of the People Act, 1950-এর ধারা 17 ও 18 অনুযায়ী, একজন ব্যক্তি একাধিক জায়গায় ভোটার হতে পারেন না।
প্রশান্ত কিশোরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে তাঁর দলের এক নেতা জানিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন। এই ঘটনা সামনে আসতেই NRC ও SIR প্রক্রিয়ার প্রাসঙ্গিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

